সে তুমি , আমার বাবা
অনেক অনেকদিন হলো তোমায় হারিয়েছি,
প্রায় প্রতিনিয়তই, মনে মনে তোমায় মনে করেছি ,
তোমার অবিকল ছবি একেঁছি মনে মনে ।
তোমার চেহারা, আমার মনে ,
আমার চোখে , আমার মানসপঠে
আজোও একটুও ঝাপসা হয়নি।
সে তুমি , আমার বাবা ।
জীবনে কিছু সময়ে কিছু দুঃখ…
আজ অবসর গ্রহণ করলাম । সরকারি বাসস্থান ছেড়ে দক্ষিণ ভারতের চেন্নাই রেলওয়ে ষ্টেশনে বিকেল বেলা বসে কলকাতাগামী মেলের অপেক্ষায় । ভাবছিলাম- নিজের শহরে ফিরে যাচ্ছি, দীর্ঘ দিন নিজের বাড়ি ঘর ছেড়ে চাকরি সূত্রে বাইরে বাইরে কাটালাম, পরকে আপন করলাম আর…
পেঁয়াজের দাম বাড়ে বাড়ুক
তেলের যেন না বাড়ে
দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতি
সুখী ঘরের শান্তি কাড়ে।
লবণ মরিচ চাল ডাল সব
দামে যদি হয় খুব চড়া
তাতে কি আর যায় আসে
মানুষ খাবে কচুর বড়া।
যা কিছুর দাম বাড়ে…
অনেক কথা ছড়ায় ছড়ায়
বলিতে পারিনা খুলে
কিজানি মারে, পুলিশ ধরে
মামলার খড়গ ঝুলে ।
মোল্লার কথা বলিব কিছু
কিন্তু ধর্মে ভয়
দেবতার বলি ঠাকুরের কাজে
তবু পুরোহিত রয়…
মা’কে হারিয়েছি বছর সাতেক আগে
স্বদেশ ছেড়ে আসার বছরতো চলে গেলো
মা-ও নাই, দেশও নাই, একাকী আমি;
উত্তাপ আর বিদ্রোহ বিপ্লব ছাড়া যেন
অসহায় মনে হয় চারিদিক-চতুঃপাশ।
শহরের রাস্তা মুখরিত করা শ্লোগান
অন্যায়ের বিরুদ্ধে…
আমি মানুষটা আসলেই একটু হিসেবী। নাঃ, এই হিসেবীর অর্থ কীপ্টা নয়। কৃপণ হবো কেন ? আমার কীসের অভাব ? আসলে আমার হিসাব মিলাতে হয় অন্যখানে। আমার যেকোন কৃতকর্মে আমি একেবারেই ব্যর্থ হতে চাইনা। হইও না। এটা আমার ধাতে নেই। কুষ্ঠিতে নেই। যা করি, যে টুকু করি…
Comments
সত্যের আগুন এই মনে ,
তোমার আলোয় ভাসছি আমি
প্রতিদিন আর প্রতিক্ষণে ।
এই ভাবে পারি যেন
থাকতে অবিচল ,
প্রনাম জেনো লক্ষ -কোটি
আশীর্বাদে পাই বল ॥