বালির পাহাড়ে দাঁড়িয়ে
সমুদ্রের ঢেউ দেখা,
মাটির স্লেটের উপর
চক দিয়ে লেখা।
স্থায়ী নয় স্থির নয়,
কোনোটাই ।
অস্থির আমাদের
জীবনটাই
আমার ভালোবাসার ভাগান ভরেনি এখনো ফুলে ফুলেজাগে
নতুন প্রশ্ন জাগে মোহনা ভালোবাসা কাকে বলে
তুমিতো জানো জগৎ সংসারে আমি বড় অসুখি
মাতৃহীন জীবনে প্রেমের মায়া আর বুঝবো কি
সুখে…
নেই সে শরত!
বকুল…
সে তুমি , আমার বাবা
অনেক অনেকদিন হলো তোমায় হারিয়েছি,…
Comments