ক্যানভাস থেকে সকালটি হারিয়ে যাবার কথা ছিল না!
অন্য অনেক সকালের মতো আলাদা- তাই
এক আজলা শিউলী নিয়ে বাজি ধরতে রাজি।
হৈমন্তের দখিন বাতায়ন শীতল স্পর্শে সিক্ত হলেও সে সকালে
ডাকেনি কাক। চোখে পড়েনি ফিঙ্গের ওড়াওড়ি। ঘুঘর ডানা চাপটায়
যে দিবসের সূচনা- তারাও ছিল অন্যখানে। অনেক সখ্যতা থাকা সত্ত্বে
জোড় শালিকের দেখা মেলেনি। শালিকবিহীন ভোরে-
জোর চূড়–ইয়ের লাফঝাঁপ দেখা ছিল অলীক স্বপ্ন
সকাল গড়ায়, সূর্যের আড়াআড়ি কিরণে ভর করে আসে দুপুর
হাজার হাজার রোবটের মাঝে কেবল আমি
এক যাযাবর
একজন সন্যাসী
এক প্রেমিক
রোদপুড়া বিকেল ছাদ সন্ধ্যা নামার প্রত্যাশা করে
এখানেও সহস্র রোবটের বিচিত্র আবাস
প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় সূর্য ও সন্ধ্যার মাঝখানে
এক চিলতে ছাদে সন্ধ্যা নামতে ভয় পায়
অভয়ে রাত নামে টুপ করে। আধফালি চাঁদ আকাশে ঝুলছে- তবুও
ফাঁকে ফাঁকে নৃত্যপর জোৎস্নার অলীক নৃত্য চোখে পড়ে না।
অতএব জীবনানন্দনের পথ ধরে ছুটে চলি শালিকের বেশে-
কোন এক ধানের দেশে।

Comments
ধন্যবাদ আপনাকে অনন্ত রায়হান
পুড়া শব্দটি সময়ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। দুটোই আমার মনে হয় ঠিক আছে। কবিতাটি অনেক ভাল লাগলো।
পোড়া এবং পুড়া বানান দেখলাম অগ্রজ Golam Kabir পোড়া এবং পুড়া দুটোই সঠিক
এভাবে অনুপ্রাণীত করায় অসংথ্য অগণিত অভিনন্দন অগ্রজ- Golam Kabir আপনাকে। বানানের বিষয়টি এখনি দেখে নিচ্ছি। পাশে থাকবেন
প্রিয়জনেষু কবি আহমেদ ফয়সাল-খুব ভালো হয়েছে এই কাব্যসৃষ্টি। খুব সুন্দর চিত্রকল্প! বিশেষ করে আমার কাছে-
'রোদপুড়া বিকেল ছাদ সন্ধ্যা নামার প্রত্যাশা করে
এখানেও সহস্র রোবটের বিচিত্র আবাস
প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় সূর্য ও সন্ধ্যার মাঝখানে
এক চিলতে ছাদে সন্ধ্যা নামতে ভয় পায়
অভয়ে রাত নামে টুপ করে'
এই ছত্রটি খুব ভালো লেগেছে। কিন্তু 'রোদপুড়া' বানানটি একটু হোছট খাওয়ালো। এটা কি 'রোদপোড়া' নাকি আমি সন্দিহান? সে যাই হোক-অনেক ধনয়বাদ।
Ahmed Hussain Bablu
অভিনন্দন আপনাকে
মনোরোম উপস্হাপনা ।
সাগর রহমান আপনাকে নিরন্তর শুভেচ্ছা
চমৎকার পাঠ হলো্। শুভকামনা।
ধন্যবাদ মেহের নিগার।